Procession Announcement 2019

চন্দননগর কেন্দ্রীয় জগদ্ধাত্রী পূজা কমিটির আহ্বান করা বিশেষ সাধারণ সভায় গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী আগামী 23/08/2019 থেকে 25/08/2019 এর মধ্যে শোভাযাত্রা ২০১৯ এর অংশগ্রহনের ফ্রম দেয়া হবে, কেন্দ্রীয় জগদ্ধাত্রী পূজা কমিটির অফিস থেকে। প্রতিদিন সকাল 09:00am থেকে রাত্রি 09:00pm পর্যন্ত ফ্রম দেওয়া হবে (দুপুর 2 – 4 পর্যন্ত বিরতি থাকবে) ও ওই সময়ের মধ্যেই জমা নেওয়া হবে।

প্রসঙ্গত, এই বছর গাড়ি সংখ্যা 230 টি (কেন্দ্রীয় জগদ্ধাত্রী পূজা কমিটির দ্বারা নির্ধারিত)। প্রতিটি গাড়ির জন্য একটি করে ফ্রম থাকবে, পূজা কমিটির চাহিদা অনুযায়ী তাদের যত গুলো গাড়ি লাগবে ঠিক তত গুলো গাড়ির ফ্রম দেওয়া হবে (জুবিলীর ক্ষেত্রে 4+1 ও যাদের জুবিলী নেই তাদের ক্ষেত্রে 3+1 সংখ্যক গাড়ির পারমিশন দেওয়া হবে সর্বাধিক), এবং এর সাথে মূল শোভাযাত্রার ফ্রম দেওয়া হবে (অর্থাৎ এবারে 2 টি পৃথক ফ্রম দেওয়া হবে)। যে কমিটি আগে যাবে সে আগে ফ্রম পাবে, ফ্রম শেষ হয়ে গেলে আর ফ্রম দেওয়া হবে না(শোভাযাত্রার গাড়ির সংখ্যা অনুযায়ী 230 টি মাত্র ফ্রম থাকবে)। প্রতিটি পূজা কমিটি 1 জন করে প্রতিনিধি প্রেরণ করবে কেন্দ্রীয় জগদ্ধাত্রী পূজা কমিটির অফিসে ফ্রম তোলার জন্য। 25/08/2019 তারিখে 09:05pm মিনিটে কেন্দ্রীয় জগদ্ধাত্রী পূজা কমিটির কর্মকর্তাদের উপস্থিতিতে শোভাযাত্রার ফাইল সিল করা হবে, এরপর আর কোনো আবেদন গ্রহণ করা হবে না।

Share your love
Leave a Reply