হৈমন্তিকা পূজাবার্ষিকী – ১৪২৯ (তৃতীয় বর্ষ)

এবছরেও আসছে.. ❤️

হৈমন্তিকা পূজাবার্ষিকী – ১৪২৯ (তৃতীয় বর্ষ)

লেখা পাঠাতে মেল করুন : [email protected]

ছোট গল্প (আনুমানিক ৫০০ – ১০০০ শব্দের মধ্যে):

• স্বরচিত যেকোনো প্রকার যে কোনো বিষয়ে ছোট গল্প, উপন্যাস, প্রবন্ধ আমাদের পাঠাতে পারেন।

• অন্য কোনো গল্পের অনুবাদ, বা অনুকরণ চলবে না।

• লেখাটি যেন অন্য কোথাও প্রকাশিত না হয়ে থাকে।

লেখার নিচে অতি অবশ্যই আপনার নাম, ঠিকানা এবং ফোন নম্বর দেবেন।

ছড়া / কবিতা:

• যে কোনো বিষয়ে সম্বন্ধে।

চর্চায় হৈমন্তিকা [নিম্নলিখিত যেকোনো বিষয়ের একটি]: (আনুমানিক ৫০০ – ১০০০ শব্দের মধ্যে):

• বর্তমানে চন্দননগর জগদ্ধাত্রী পুজোয় কর্পোরেট কালচার কতটা যুক্তিযোগ্য?

• পুরোনো দিনের শোভাযাত্রা থেকে আধুনিক কালের শোভাযাত্রার বিবর্তনের আপনার মতামত।

• প্রতিমার সোলার সাজসজ্জা বিবর্তনের আপনার মতামত।

পুজো অভিজ্ঞতা (আনুমানিক ৫০০ – ১০০০ শব্দের মধ্যে):

• চন্দননগরের জগদ্ধাত্রী পূজা সম্বন্ধে আপনার ব্যক্তিগত পুরোনো বা নতুন কোনো অভিজ্ঞতা, স্মৃতি, বা কোনো উল্লেখযোগ্য ঘটনার বিবরণ।

এছাড়া শব্দছক, ধাঁধা ইত্যদি লেখার ক্ষেত্রে উত্তর সমেত একই লেখার মধ্যে পাঠাতে হবে |

নিয়মাবলী:-

• আপনার লেখা গল্প, কবিতা বা অভিজ্ঞতা যেন আগে কোনো প্রত্রিকা বা অন্য কোথাও ছাপা না হয়ে থাকে।

• আপনার লেখা word doc./pdf ফর্মে মেল করুন অথবা WhatsApp করুন। অন্য কোনো ফর্ম্যাটে লেখা গ্রহণ করা হবে না।

আপনার লেখার সাথে অতি অবশ্যই আপনার নাম, ঠিকানা এবং ফোন নম্বর দেবেন। কোনো লেখার সাথে এই তিনটির কোনো একটিও না থাকলে লেখাটি বিচারযোগ্য বলে গণ্য হবে না।

• পূজার চর্চা বিষয়ে আপনার মতামতটি লিপিবদ্ধ করবেন। কোনো প্রকার রাজনৈতিক বা উস্কানিমূলক কথা বা শব্দ গ্রহণযোগ্য হবে না।

• পূজা অভিজ্ঞতা বিষয়ে আপনার ব্যক্তিগত অভিজ্ঞতা লিপিবদ্ধ করবেন। অন্য কোনো লেখার ওপর ভিত্তি করে লেখা গ্রহণযোগ্য হবে না।

• বিচারকদের মতামতই চূড়ান্ত বলে গণ্য হবে।

• আপনার লেখা shortlist হলে আপনাকে জানানো হবে।

লেখা পাঠানোর শেষ তারিখ ৩১শে অগাষ্ট!

এই ব্যাপারে কিছু জিজ্ঞাস্য থাকলে আমাদের ইনবক্স করতে পারেন। ধন্যবাদ

Share your love
Leave a Reply