হৈমন্তিকা – ১৪২৮ : জগদ্ধাত্রী পূজাবার্ষিকী (দ্বিতীয় বর্ষ)

অপেক্ষার আর মাত্র 100 দিনের ! চন্দননগরের গর্বের উৎসব জগদ্ধাত্রী পুজোর শুভারম্ভের | তাই ঠিক গত বছরের মত এবারেও আসছে হৈমন্তিকা জগদ্ধাত্রী পূজাবার্ষিকী – ১৪২৮ (দ্বিতীয় বর্ষ)

তাহলে আর অপেক্ষা কিসের ? কলম তুলে নিন আর লিখতে শুরু করে দিন এবং পাঠান আমাদের নিচের দেওয়া email এর মাধ্যমে | আপনার লেখা আমাদের বিচারকদের পছন্দ হলে প্রকাশিত হবে আমাদের জগদ্ধাত্রী পূজাবার্ষিকীতে

আপনার লেখা পাঠান আমাদের email id তে : [email protected]
অথবা Whatsapp করুন : 7003067873 (Whatsapp Only)হৈমন্তিকা - ১৪২৮ : জগদ্ধাত্রী পূজাবার্ষিকী (দ্বিতীয় বর্ষ) 1
ছোট গল্প (আনুমানিক ৫০০ - ১০০০ শব্দের মধ্যে):
  • স্বরচিত যেকোনো প্রকার যে কোনো বিষয়ে ছোট গল্প, উপন্যাস, প্রবন্ধ আমাদের পাঠাতে পারেন।
  • অন্য কোনো গল্পের অনুবাদ, বা অনুকরণ চলবে না।
  • লেখাটি যেন অন্য কোথাও প্রকাশিত না হয়ে থাকে।
লেখার নিচে অতি অবশ্যই আপনার নাম, ঠিকানা এবং ফোন নম্বর দেবেন।
ছড়া/কবিতা:
  • যে কোনো বিষয় সম্বন্ধে।
চর্চায় হৈমন্তিকা [নিম্নলিখিত যেকোনো বিষয়ের একটি]: (আনুমানিক ৫০০ - ১০০০ শব্দের মধ্যে):
  • বর্তমানে চন্দননগর জগদ্ধাত্রী পুজোয় কর্পোরেট কালচার কতটা যুক্তিযোগ্য?
  • পুরোনো দিনের শোভাযাত্রা থেকে আধুনিক কালের শোভাযাত্রার বিবর্তনের আপনার মতামত।
পুজো অভিজ্ঞতা [নিম্নলিখিত যেকোনো বিষয়ের একটি]: (আনুমানিক ৫০০ - ১০০০ শব্দের মধ্যে)
  • জগদ্ধাত্রী পূজা সম্বন্ধে আপনার ব্যক্তিগত পুরোনো বা নতুন কোনো অভিজ্ঞতা, স্মৃতি, বা কোনো উল্লেখযোগ্য ঘটনার বিবরণ।
  • প্রতিমার সোলার সাজসজ্জা বিবর্তনের আপনার অভিজ্ঞতা|
এছাড়া শব্দছক, ধাঁধা ইত্যদি লেখার ক্ষেত্রে উত্তর সমেত একই লেখার মধ্যে পাঠাতে হবে |
নিয়মাবলী:-
  • আপনার লেখা গল্প, কবিতা বা অভিজ্ঞতা যেন আগে কোনো প্রত্রিকা বা অন্য কোথাও ছাপা না হয়ে থাকে।
  • আপনার লেখাটি word doc. অথবা pdf. ফরম্যাটে আমাদের email id তে পাঠাতে হবে | অন্য কোনো ফরম্যাটে অথবা মাধ্যমে লেখা গ্রহণ করা হবে না |
  • আপনার লেখার সাথে অতি অবশ্যই আপনার নাম, ঠিকানা এবং ফোন নম্বর দেবেন। কোনো লেখার সাথে এই তিনটির কোনো একটিও না থাকলে লেখাটি বিচারযোগ্য বলে গণ্য হবে না।
  • পূজার চর্চা বিষয়ে আপনার মতামতটি লিপিবদ্ধ করবেন। কোনো প্রকার রাজনৈতিক বা উস্কানিমূলক কথা বা শব্দ গ্রহণযোগ্য হবে না।
  • পূজা অভিজ্ঞতা বিষয়ে আপনার ব্যক্তিগত অভিজ্ঞতা লিপিবদ্ধ করবেন। অন্য কোনো লেখার ওপর ভিত্তি করে লেখা গ্রহণযোগ্য হবে না।
  • বিচারকদের মতামতই চূড়ান্ত বলে গণ্য হবে।
  • আপনার লেখা shortlist হলে আপনাকে জানানো হবে।
এই ব্যাপারে কিছু জিজ্ঞাস্য থাকলে আমাদের ইনবক্স করতে পারেন। ধন্যবাদ |
Share your love
Leave a Reply