Hoimantika Magazine

JO Hoimantika

Magazine

আমরা এখন ‘নিউ নর্মাল’-এর সাথে মানিয়ে নিতে চেষ্টা করছি | নর্মাল-এর মধ্যেও অনেক কিছুই ‘নিউ’ এসেছে| ঠিক সেভাবেই ‘হৈমন্তিকা’ – র আবির্ভাবও চন্দননগরের জগদ্ধাত্রী পুজোর আবহাওয়ায় একদম ‘নিউ’| দূর্গা পূজা বাঙালির সব চেয়ে বড় পুজো| তাকে উপলক্ষ্য করে কত কিছু প্রকাশিত হয়| কিন্তু চন্দননগরের জগদ্ধাত্রী পুজোও বা কম কিসে| আলোকসজ্জার বিষয়ে চন্দননগর এক ও অদ্বিতীয়| অথচ তাকে উপলক্ষ্য করে কৈ তেমন কিছু তো প্রকাশিত হয় না! এ কেমন কথা !! এটা ভাবা দরকার ছিল আগে| ভাবাটা আরো প্র্যাক্টিস করা উচিত ছিল আমাদের|

যা হোক, একটু দেরিতে হলেও ভাবনাটা মাথায় তো এসেছে| আর এসেছে যখন তখন তো কিছু করতেই হতো| ঠিক এখান থেকেই ‘হৈমন্তিকার’ প্রকাশ| ‘হৈমন্তিকা’ – চন্দননগরের প্রথম জগদ্ধাত্রী পূজা বার্ষিকী পত্রিকা|লেখা ছোট গল্প, কবিতা, ছড়া, পুজো অভিজ্ঞতা ও ছবির সমন্বয়ে প্রকাশিত হলো প্রথম সংস্করণ| এতো অল্প সময়ের মধ্যে আপনাদের যে সাহায্য করেছেন আপনাদের লেখা পাঠিয়ে তার জন্য সত্যিই অসংখ্য ধন্যবাদ|আপনাদের সহযোগিতা আমাদের আরো উৎসাহিত ও আরো উন্নত করতে সাহায্য করবে| তাই আশা রাখি, আগামী বছর থেকে এর খ্যাতি আরো বিস্মৃত হবে|

বর্তমান কোভিড পরিস্থিতিতে ছাপানো সংস্করণ প্রকাশ করা গেলো না| তবে আশা রাখছি, সামনের বছর থেকে সেটা করা সম্ভব হবে|

Hoimantika Magazine 1
Leave a Reply
Leave a Reply